আমাদের অর্জনসমূহ
পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় গভীর নলকূপ, অগভীর নলকূপ, রিংওয়েল স্থাপন এবং পুকুর পুনঃখনন করা হয়েছে। পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যশিক্ষা প্রকল্পের আওতায় গভীর নলকূপ, অগভীর নলকূপ, কমিউনিটি ল্যাট্রিন এবং টু -ইন –পিট ল্যাট্রিন স্থাপন । অগ্রাধিকার মূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গভীর নলকূপ, অগভীর নলকূপ ও রিংওয়েল স্থাপন। ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপন। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ গভীর নলকূপ, অগভীর নলকূপ ও রিংওয়েল স্থাপন। জাতীয় স্যানিটেশন প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় কমিউনিটি টয়লেট ও পাবলিক টয়লেট স্থাপন। পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/ দিঘি/ জলাশয় সমূহ পুনঃখনন/সংস্কার শীর্ষক প্রকল্পের আওতায় ০২ টি পুকুর পুনঃখনন ও পিএসএফ নির্মাণ করা হয়েছে। পরিবেশ বান্ধব ওয়াটার ডিস্যালাইনেশন ইউনিট স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলায় ১৬৪ টি ডিস্যালাইনেশন স্থাপন। পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ওয়াশব্লক ও নলকূপ স্থাপন করা হয়েছে। GPS/NNGPS প্রকল্পের আওতায় ওয়াশব্লক স্থাপন করা হয়েছে। পানির গুণগতমান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ২য়, ৩য় ও ৪র্থ তলা স্থাপন করে হয়েছে। ৪০ টি পৌরসভা ও গ্রোথসেন্টারে অবস্থিত পানি সরবরাহ এবং এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় ০৫ কিলোমিটার পাইপ লাইন এবং ০১টি উৎপাদক নলকূপ স্থাপন করা হয়েছে। খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প-০২ এর আওতায় ২২৭০ মিটার পাইপলাইন স্থাপন এবং ২০ টি অগভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সাময়িক পানি সরপবরাহ করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রকল্পের আওতায় ০৩ টি পরীক্ষামূলক গভীর নলকূপ, ১০ টি অগভীর নলকূপ স্থাপনের মাধ্যমে ০১ টি পাইপলাইন দ্বারা সাময়িক পানি সরপবরাহ করা হচ্ছে।| World Bank (EMCRP) প্রকল্পের আওতায় ২৮ টি মিনি পাইপ লাইন ওয়াটার সাপ্লাই সিস্টেম রোহিঙ্গা কমিউনিটির জন্য বরাদ্দ রয়েছে যার কাজ শেষ পর্যায়ে, ৩০০০ টি বায়োফিল ল্যাট্রিন এর কাজ চলমান, টেকনাফ উপজেলার পানি সমস্যা সমাধানে উপজেলা পরিষদের পিছনে পাকৃতিক ছড়ায় পানি পরিশোধনের জন্য সারফেস জায়গায় ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের নিমিত্তে ফিজিবিলিটি স্টাডি এর কাজ চলমান রয়েছে, ফিক্যালস্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট রোহিঙ্গা কমিউনিটির জন্য বরাদ্দ রয়েছে এবং ৩০ টি বায়োগ্যাস ল্যাট্রিনের কাজ চলমান। ADB (EAP)প্রকল্পের আওতায় ৪০ টি পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম নির্মাণ রোহিঙ্গা কমিউনিটির জন্য বরাদ্দ রয়েছে এবং কাজ চলমান, উখিয়া উপজেলার ক্যাম্প এলাকায় ও টেকনাফ উপজেলার হোয়াইকং নামক স্থানে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, ১০ টি ফিক্যাল স্ল্যাজ ট্রিটমেন্ট সিস্টেম রোহিঙ্গা কমিউনিটির জন্য বরাদ্দ রয়েছে, ০২ টি ফিক্যাল স্ল্যাজ ট্রিটমেন্ট ও সলিড অয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট রোহিঙ্গা কমিউনিটির জন্য বরাদ্দ রয়েছে, ২০ টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ কাজ চলমান, ৫০০ টি গোসলখানা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং কক্সবাজার পৌরসভা এলাকায় পানি সরবরাহের নিমিত্তে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয়ণ প্রকল্প সমূহে অবহেলিত জনগোষ্ঠীর মাঝে মুজিব শতবর্ষে ইউনিসেফ ওয়াশ প্রকল্পের মাধ্যমে উন্নত মানের স্যানিটেশন ও পানি সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রাজস্ব বরাদ্দের অধীনে সম্মানীত প্রধান প্রকৌশলী মহোদয়ের গতিশীল নেতৃত্বে ও মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন গৃহহীন জনগোষ্ঠীর বরাদ্দকৃত ঘরসমূহে সুপেয় পানি সরবরাহ কাজ চলমান রয়েছে। ২০১৭ সনে পানির গুণগত মান পরীক্ষা করার জন্য আঞ্চলিক পানি পরীক্ষাগার স্থাপন করা হয়। ২০২১ সনে ফিক্যাল স্লাজ টেস্টিং ল্যাবরটরি স্থাপন করা হয়।
দেশব্যাপীঃ-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস